
কিশোর-কিশোরীদের নিরাপদে এআই ব্যবহারের সুযোগ দিতে মেটার নতুন উদ্যোগ
কিশোর-কিশোরীদের নিরাপত্তা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সেবায় নতুন সুরক্ষাব্যবস্থা চালু করেছে মেটা। নতুন উদ্যোগের ফলে মেটার এআই চ্যাটবট কিশোর-কিশোরীদের ফ্লার্ট করা বার্তা আদান-প্রদান, আত্মহত্যা ও ধ্বংসাত্মক বিষয়ে নিয়ে আলোচনা করবে না। পাশাপাশি তাদের জন্য নির্দিষ্ট কিছু এআই সুবিধা ব্যবহারও সাময়িকভাবে সীমিত করা হয়েছে।
গত আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, মেটার তৈরি চ্যাটবটগুলো কিশোর-কিশোরীদের সঙ্গে রোমান্টিক বা যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনে জড়াচ্ছে। ওই প্রতিবেদন প্রকাশের পর মেটার এআই নীতিমালা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ দেখা দেয়। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এসব ব্যবস্থা কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও বয়সোপযোগী অভিজ্ঞতা নিশ্চিত করতে ইতিমধ্যে নতুন সুরক্ষা কার্যকর হয়েছে এবং ভবিষ্যতে তা আরও উন্নত করা হবে।