গিয়ার বাবলকে সেবা দেবে বিজকোপ
মার্কিন প্রিন্ট অন ডিমান্ড প্লাটফর্ম গিয়ারবাবলকে সেবা দেবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিজকোপ। সম্প্রতি আমেরিকান প্রিন্ট অন ডিমান্ড প্লাটফর্মটির সঙ্গে চুক্তি হয়েছে বিজকোপের।
এর আওতায় বাংলাদেশে বসেই কিভাবে যুক্তরাষ্ট্রে একটি প্রিন্ট অন ডিমান্ড ইকমার্স বিজনেস দাঁড় করানো যায় তা নিয়ে গিয়ারবাবল এবং বিজকোপ একসঙ্গে কাজ করবে।
বিজকোপের প্রধান নির্বাহী নাহিদ হাসান বলেন, ‘বিজকোপ এবং গিয়ার বাবলের এই চুক্তির ফলে যারা বাংলাদেশে বসে আমেরিকাতে ই-কমার্স ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের পথ চলাটা আরও সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, গিয়ারবাবল এর সঙ্গে আমাজন, ওয়ালমার্ট এবং ইটসি এর ইন্টেগ্রেশন বাংলাদেশি সেলারদের সেল জেনারেট করার পথটিকে আরও সহজ করে দিবে।’
নাহিদ হাসান আরও বলেন, গিয়ারবাবল ইতোমধ্যেই অত্যন্ত সুনামের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তাদেরকে বিশ্বব্যাপী তাদের ই-কমার্স স্টোর তৈরি এবং ব্যবসায়িক কার্যক্রমকে সম্প্রসারণ করতে একনিষ্ঠভাবে ব্যবসায়িক সাপোর্ট দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশি ফাস্টেস্ট গ্রোওয়িং ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজকোপ তাদের সেবা দেবে।