![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2F5778b4b9-c385-4191-b0ee-343d4ac9ee74%2Frahul_gandhi_260323_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
টুইটারে নিজের পরিচয়ে ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লিখলেন রাহুল গান্ধী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ১৫:৫৬
মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড পেয়ে পার্লামেন্টে অযোগ্য হওয়ার পর টুইটারে নিজের পরিচিতির ঘরে ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লিখেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
এনডিটিভি জানিয়েছে, রাহুলের টুইটার বায়ো-তে এখন ‘মেম্বার অব পার্লামেন্ট’ এর জায়গায় ‘ডিসকোয়ালিফায়েড এমপি’ লেখা দেখা যাচ্ছে।
অ্যাকাউন্টে পরিচিতি অংশে লেখা রয়েছে- “এটি রাহুল গান্ধীর অফিসিয়াল অ্যাকাউন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। ডিসকোয়ালিফায়েড এমপি।”