![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2F83a13e2a-f211-46a3-9cbe-afd38ac327b7%2Fmigrants_050821_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, অভিবাসন প্রত্যাশী ১৯ আফ্রিকান নিহত
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে সাব-সাহারান আফ্রিকা থেকে যাওয়া অন্তত ১৯ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার গোষ্ঠী।
রোববার তারা এ কথা জানায়।
এর আগের চারদিনে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের কাছে অভিবাসন প্রত্যাশীদের ৫টি নৌকা ডুবে ৯ জনের মৃত্যু এবং ৬৭ জন নিখোঁজ হয়েছে।