বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া
রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্র অসম্প্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না। এছাড়াও রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এটিকে ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের সাথে তুলনা করেছে।
বেলারুশে মোতায়েন করা পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ মিনস্কের কাছে হস্তান্তর করা হবে না বলেও জানিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্র বলেছে, তারা বিশ্বাস করে না যে এই ঘোষণার পর রাশিয়া সত্যিকার অর্থে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থান পরিবর্তন করার কোনো কারণ দেখি না।