ই–কমার্স খাত: সংকটের ধাক্কায় অনলাইনেও বেচাবিক্রি কমে গেছে
প্রথম আলো
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৭:৩৩
করোনাকালে সায়রা ইসলাম প্রতিদিনই খাবার কিনতেন অনলাইনে। দীর্ঘদিন অনলাইনে খাবার কিনতে কিনতে অনেকটাই তা অভ্যাসে পরিণত হয়ে যায় তাঁর।
এখন তিনি সপ্তাহে এক বা দুবার অনলাইনে খাবারের ক্রয়াদেশ দেন। এ ছাড়া অনলাইনে অন্যান্য কেনাকাটায়ও লাগাম টেনেছেন সায়রা ইসলাম। নিতান্ত দরকার না হলে অনলাইনে কেনাকাটা কমিয়ে দিয়েছেন তিনি। সায়রা ইসলাম বলেন, পরিস্থিতির কারণে এখন একটু বুঝে চলতে হচ্ছে।