শিশুকে টয়লেট ব্যবহার শেখাবেন যেভাবে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১০:৪৫

আমাদের আদরের সোনামণিটা চোখের পলকে বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে দানাদার খাবার খাওয়া শুরু করছে। বাবা-মা ডাকটাও আধো-আধো কণ্ঠে শিখে গেছে। এই সময় সব মায়ের চিন্তাÑ কীভাবে সন্তানকে টয়লেট ট্রেনিং দেবেন! তবে ১৮ মাসের মধ্যে শিশুকে এ প্রশিক্ষণ দিলে তারা এটা খুব ভালোভাবে রপ্ত করতে পারে। আর ২২ থেকে ৩০ মাসের মধ্যে তা পুরোপুরি শিখে ফেলে তারা। যদিও অনেকেই শিশুদের দেরিতে টয়লেট ব্যবহার করা শেখান। সচেতন মায়েদের উচিত, নির্দিষ্ট সময়ের মধ্যেই আদরের সন্তানকে টয়লেট ট্রেনিং দেওয়া।


টয়লেট ট্রেনিংয়ের কৌশল : কখন, কীভাবে মলত্যাগ আর প্রস্রাব করতে হবে, তা ছোটদের শেখানোর জন্য কিছু কৌশল রয়েছে। শিশুর পটি প্রশিক্ষণ কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। আর সন্তানের ভালোর জন্য সব মা সবকিছুই করতে পারেন। তাই শিশুর টয়লেট ট্রেনিংয়ের কিছু কৌশল সম্পর্কে জেনে নিই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও