২১ ট্রমা সেন্টার: শুধু ভবন হয়েছে, নেই চিকিৎসা

প্রথম আলো শিবচর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৭:০৪

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দিতে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় নির্মাণ করা হয়েছিল ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। ব্যয় হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২২ সালের নভেম্বরে ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন। অবশ্য শুধু উদ্বোধনই হয়েছে, ট্রমা সেন্টার আর চালু হয়নি।


শিবচরের এই ট্রমা সেন্টারের অবস্থান জাতির পিতা বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) একদম পাশে। গত রোববার শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় মারা যান ১৯ জন। আহত হন অন্তত ২৫ জন। আহতদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এক্সপ্রেসওয়ের পাশের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। ট্রমা সেন্টারে নেওয়া হয়নি; কারণ, সেটি চালু হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও