You have reached your daily news limit

Please log in to continue


তেল ছড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় ২৪০০ কিমি এলাকার জীববৈচিত্র্য

তেল ছড়িয়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত

বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে মার্কিন ট্যাংকার এক্সন ভালদেজ ১৯৮৯ সালের এই দিনে আলাস্কা উপসাগরের বরফে আটকে যায়। তলা ফেটে সাগরে ছড়িয়ে পড়ে প্রায় ৩৭ হাজার টন জ্বালানি তেল। এতে প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার এলাকার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।

যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়া শনাক্ত

যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া শনাক্তের ঘোষণা আসে এই দিনে। জার্মান চিকিৎসক রবার্ট কোচ ১৮৮২ সালের এই দিনে ঘোষণা দেন, তিনি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলসিস নামের ব্যাকটেরিয়া শনাক্ত করেছেন, যা যক্ষ্মা রোগের জন্য দায়ী।

নারীদের অলিম্পিয়াড
১৯২১ সালের এই দিনে মোনাকোর মন্তে কার্লোয় প্রথমবারের মতো বসে নারীদের অলিম্পিয়াড। নারীদের খেলা নিয়ে এটাই ছিল প্রথম বড় কোনো আন্তর্জাতিক আসর। পাঁচ দিনের এই আয়োজনে প্রায় ১০০ খেলোয়াড় অংশ নেন।

মার্কিন নারী অধিকারকর্মী হেজের জন্ম

১৮২৬ সালের এই দিনে জন্ম নিয়েছেন মার্কিন নারী অধিকারকর্মী মাতিলদা জোসলেন হেজ। তিনি দেশটির নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের উন্নয়নে একাধিক প্রতিষ্ঠান গড়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন