প্রিমিয়ার লিগে ফিরতেই তামিমের সেঞ্চুরি
আগের দিন আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়ে পরেরদিনেই ঢাকা প্রিমিয়ার লিগের হয়ে মাঠে নেমেছেন তামিম ইকবাল। মাঠে নেমেই সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। শুরুতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। জবাব দিতে নেমে ৭ উইকেট হাতে রেখে টপকে যায় প্রাইম ব্যাংক।
ছোট লক্ষ্যে খেলতে প্রাইম ব্যাংকের হয়ে উদ্বোধনী জুটিতে তামিম ও মোহাম্মদ মিঠুন মিলে ৭৩ রান করেন। ৩৬ বলে ৩১ রান করে অধিনায়ক মিঠুন শুভাগত হোমের শিকার হলে ভাঙে তাদের জুটি। তামিম ধীরগতিতে খেললেও সেঞ্চুরি পেয়েছেন ১৪৫ বলে। ১৫৬ বলে ১০৯ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংস সাজানো ছিল ১২টি চারে। ৩৯ রানে তামিমের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। তামিম-মুশফিকরা রান পেলেও চারে নেমে ইয়াসির ফেরেন মাত্র ১ রান করে। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে মোহামেডান। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ রান যোগ করেন। নাসির হোসেনকে ফিরতি ক্যাচ দিয়ে ২২ রান করা ইমরুল ফিরলে ভাঙে এই জুটি। তিন নম্বরে নেমে সৌম্য সরকার ১৫ বলে করেন ১৭ রান।
অঙ্কন আউট হয়েছেন ৪২ বলে ৪ চার ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করে। এরপর আর দলের হাল ধরতে পারেননি মোহামেডানের কোনো ব্যাটার। ক্রিজে থিতু হয়েই আসা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। জাতীয় দল থেকে ছিটকে পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে করেন ১৮ রান। এছাড়া অনুষ্টুপ মজুমদার ২৫, আরিফুল হক ২২, শুভাগত হোম করেছেন ২৬ রান।
প্রাইম ব্যাংকের হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসির হোসেন। ২টি করে নেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।
- ট্যাগ:
- খেলা
- ঢাকা প্রিমিয়ার লিগ
- তামিম ইকবাল