![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-12%252F66ecfb68-6f4c-4b2d-8798-be9d291830b6%252Fcrome_browser_reuters.jpg%3Frect%3D0%252C58%252C1200%252C675%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
ক্রোমে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের উপায়
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৬:০৩
ব্যবহারকারীদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ নামে একটি নিরাপত্তাসুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারে। এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারী সন্দেহজনক বা বিপজ্জনক ওয়েবসাইটে প্রবেশ করলেই সতর্ক করে ক্রোম ব্রাউজার। শুধু তা–ই নয়, বিভিন্ন ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ থেকেও ব্যবহারকারীকে রক্ষা করে।
এনহ্যান্সড সেফ ব্রাউজিং চালু থাকলে যেকোনো ওয়েবসাইটে প্রবেশের আগে সেটি নিরাপদ কি না, তা যাচাই করে গুগল ক্রোম। শুধু তা–ই নয়, উন্নত সার্চ ফলাফল দেখানোর জন্য ব্যবহারকারীর কাছ থেকে সংগ্রহ করা সার্চ ইতিহাস, ওয়েবসাইটের ঠিকানা, ডাউনলোড করা তথ্য, ব্রাউজার এক্সটেনশনসহ বিভিন্ন তথ্য সাইবার অপরাধীদের কাছ থেকে নিরাপদ রাখে। আর তাই ক্রোম ব্রাউজারে এনহ্যান্সড সেফ ব্রাউজিং সুবিধা ব্যবহার করলে বাড়তি নিরাপত্তা পাওয়া যায়।