প্রযুক্তি সেক্টরে চীনে রাষ্ট্রীয় খড়্গে কমে এসেছে ধনকুবেরের সংখ্যা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৪:০৬
২০২২ সালে বিশ্বে চারশ’র বেশি ব্যক্তি নিজেদের ‘বিলিয়নেয়ার’ তকমা হারিয়েছেন, যার সিংহভাগের অবস্থান চীনে।
বৈশ্বিক ধনী ব্যক্তিদের এক সূচকে দেখা যায়, বিশ্বব্যাপী আর্থিক কড়াকড়ি, কোভিড ১৯ ব্যাঘাত ও বিভিন্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানির ওপর বেইজিংয়ের ‘ক্র্যাকডাউন’ দেশটির বিত্তশালীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৩’ নামের এই সূচক থেকে হারিয়ে গেছে চীনের দুইশ ২৯ ধনকুবের, যা বৈশ্বিকভাবে তালিকা থেকে হারিয়ে যাওয়া ব্যক্তিদের অর্ধেকেরও বেশি। এই তালিকায় নাম ওঠাতে কোনো ব্যক্তির নেটমূল্য অন্তত একশ কোটি ডলার হতে হয়। গেল বৃহস্পতিবার এই তালিকা থেকে হারিয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানিয়েছে এই প্রতিবেদন।