![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x847127%2Fuploads%2Fmedia%2F2023%2F03%2F24%2Fibrahim-56545c9df4350766b0be454cef644f6f.gif%3Fwatermark%3Dmedia%252F2023%252F03%252F21%252FGPI-2-1_1200X80-a443e2092b5826e7e3fd3d3c489091f6.png)
কলম্বোয় গোলদাতা এবারও গোল চান, তবে সতর্ক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৩:০৩
পাসপোর্ট জটিলতার কারণে সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্পে যেতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম। তবে না যেতে পারলেও হাভিয়ের কাবরেরার নির্দেশনায় ঢাকাতে ঠিকঠাক অনুশীলনটা চালিয়ে গেছেন।
সিলেটে এসে অন্যদের সঙ্গে পুরোপুরি ঘাম ঝরিয়ে যাচ্ছেন।