কেঁচো খুঁড়তে কেউটে সাপ! সাকিব আল হাসান যাচ্ছেন দুবাইতে। তিনি ভিডিও বার্তা দিলেন: ‘আমি সাকিব আল হাসান আসছি ১৫ মার্চ। আরাভ জুয়েলারি শপ উদ্বোধনী অনুষ্ঠানে। আপনি আসছেন তো!’ সেই ভিডিওর নিচে কমেন্ট আছে, ‘হিরো আলম তো আপনার আগেই দাওয়াত দিয়েছেন।’ আরও আরও তারকারা যাচ্ছেন সেই আরাভ জুয়েলারিতে।
ঠিক তার আগে আগে চাউর হয়ে গেল, এই আরাভ খান যেনতেন কেউ নন, তিনি পুলিশ খুনের আসামি। সাকিব আল হাসানকে জানানো হয়েছে, তিনি যেন ‘পুলিশ-হন্তারক’ আরাভ খান ওরফে রবিউল আলম ওরফে এক্স ওয়াই জেডের এই দাওয়াতে অংশগ্রহণ না করেন। কিন্তু ততক্ষণে পালে হাওয়া লাগিয়াছে। দুবাইগামী বিমানের আরোহীদের মনে তত্ত্বের উদয় হইল, ‘জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে