‘ষড়যন্ত্র’ ও ‘নাশকতা’ শব্দ দুটি খুব বেশি শুনতে হচ্ছে
বাংলাদেশে প্রায় সবাই আইনের শাসন চায়। দুর্ভাগ্যবশত এ দেশে আইনের শাসন লুপ্ত হয়ে গেছে বললে অত্যুক্তি হবে না।
সেজন্যই আমি বলি, প্রয়োজন ভালো আইনের শাসন, কালো আইনের শাসন নয়। বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে, বাংলাদেশে বেশ কিছু কালো আইনের প্রচলন রয়েছে। এক্ষেত্রে আমরা দৃষ্টান্ত হিসাবে বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল সিকিউরিটি আইনের কথা বলতে পারি।
মানুষকে হেনস্তা করার জন্য একটি আইন ব্রিটিশ শাসনামল থেকে অব্যাহত আছে। এটি হলো ৫৪ ধারার আইন। পুলিশ যদি মনে করে, কোনো ব্যক্তির চালচলন কিংবা আচরণ সন্দেহজনক, তাহলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানা হাজতে এক রাত রেখে পরদিন আদালতে হাজির করতে পারে।
- ট্যাগ:
- মতামত
- নাশকতাকারী
- ষড়যন্ত্র
- নাশকতা
- নাশকতামূলক