আবার হাজির দুই বন্ধু
ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক দুই পুরোনো বন্ধু। চলচ্চিত্রে তাঁদের জুটির শুরুটা হয়েছিল ১৯৯৭ সালে, অস্কারজয়ী সিনেমা ‘গুড উইল হান্টিং’ দিয়ে। সময়ের ফেরে দুজনই পঞ্চাশ পেরিয়েছেন। তাঁদের বন্ধুত্ব অটুট আছে, পাশাপাশি অব্যাহত আছে একসঙ্গে কাজ করাও। নতুন ছবি ‘এয়ার’ মুক্তির আগে আবার আলোচনায় ম্যাট ও বেনের বন্ধুত্ব।
‘গুড উইল হান্টিং’-এর চিত্রনাট্যকার ছিলেন ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক। পর্দায় অভিনয়ও করেছিলেন তাঁরা। একসঙ্গে অভিনয় করেছেন আগামী ৫ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘এয়ার’-এও। ছবির অন্যতম দুই প্রযোজকও তাঁরা, বেন অ্যাফ্লেক ছবির পরিচালকও বটে।
মুক্তির আগে নতুন ছবি ও বন্ধুত্ব নিয়ে ম্যাট ও বেন মুখোমুখি হন সিবিএস নিউজের, ‘এটা এমন সিনেমা যা আমরা করতে চাই। আইডিয়াটা হলো, আমরা একসঙ্গে সময় কাটাতে চাই, সেই আগের মতো, যখন থেকে আমরা বন্ধু; ফলে সময়ও কাটে, সিনেমাও হয়ে যায়,’ বলেন বেন। ‘একই সঙ্গে আমরা ৫০-এও পা দিয়েছি। বলতে চাইছি, আমরা সুড়ঙ্গের শেষটা দেখছি পাচ্ছি,’ ফোড়ন কাটেন ম্যাট। রসিকতা করে অ্যাফ্লেকও বলেন, ‘এর মানে, আমাদের হাতে খুব বেশি সময় নেই।’
- ট্যাগ:
- বিনোদন
- বন্ধুত্ব
- প্রযোজক
- সিনেমা পরিচালক