কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেকৃবির গবেষণার মাঠ যেন মাদকের ‘আড্ডাখানা’

জাগো নিউজ ২৪ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২২:০০

গবেষণার জন্য প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) একটি মাঠ করা হয়। এটি শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের সামনে অবস্থিত। গবেষণার জন্য মাঠটি সংস্কার করা হলেও এটি এখন ‘মাদকসেবীদের আড্ডাখানায়’ পরিণত হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে খেলাধুলার জন্য ভাড়াও দেওয়া হয় এটি।


এছাড়া ছাত্রী হলের সামনে হওয়ায় মাদকসেবীদের ইভটিজিংয়ের শিকার হন শিক্ষার্থীরা। আরও পড়ুন: দেশের তৃতীয় গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নবনির্মিত শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের সামনে এবং শেখ কামাল ভবন সংলগ্ন মাঠটি গবেষণা মাঠ-২ হিসেবে সংস্কারের উদ্দ্যোগ নেওয়া হয়। এজন্য প্রথমে ব্যয় হয় ৪৭ লাখ টাকা, পরে আরও ছয় লাখ টাকা বাড়ানো হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও