You have reached your daily news limit

Please log in to continue


সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক

গল্পের টানে শহর ছেড়ে ছুটে যেতে হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। সুনামগঞ্জের দুর্গম এলাকায় মার্চের প্রথম সপ্তাহে লাইট-ক্যামেরা বসিয়ে শুরু করেন শুটিং। দিন দশেক সেখানে চিত্রায়ন শেষে ফিরে আসে টিম। এবার দ্বিতীয় লট। এর জন্য নির্মাতা-শিল্পী-কুশলী সবাই উড়াল দিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানেও প্রাকৃতিক আবহেই হবে শুটিং।

বলা হচ্ছে আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’র কথা। যেটার মাধ্যমে প্রথমবার বড় পর্দার সিনেমায় কাজ করছেন নাটকের তারকা আফরান নিশো। বড় ক্যানভাসের নির্মাণে অভিনয় করতে কেমন লাগছে তার? নিশোর জবাব, ‘অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা। সুনামগঞ্জের দুর্গম এলাকায় আমরা সবাই মিলে প্রায় ১০দিন শুট করেছি। সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিলো। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও ভিজ্যুয়ালি বা প্যারফমেন্সে দর্শক উপভোগ্য, রুচিশীল, মার্জিত কিছু দেখতে পাবে।’

এই ছবির জন্য কেমন সেজেছেন নিশো, সেটার এক ঝলক দেখা গেলো কিছু স্থিরচিত্র ও শুটিংয়ের ফুটেজে। সাধারণ এক যুবকের রূপে থাকছেন নিশো। যার মুখে গোঁফ রয়েছে। আর পরনে সাদামাটা শার্ট-প্যান্ট। অভিনেতার দৃঢ় প্রত্যাশা, ‘এখনও দুই স্লট শুটিং বাকি আছে। যে পরিশ্রম করছি আমরা, সেটা দর্শক আমাদের কাজে দেখতে পাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন