কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোলকিপারকে মেরে স্টেডিয়ামে নিষিদ্ধ ৪০ বছর

প্রথম আলো প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৭:০৪

সেভিয়ার বিপক্ষে ফিরতি লেগ ২–০ গোলে জিতেও বাদ পড়তে হয়েছিল পিএসভি আইন্দহোফেনকে। প্রথম লেগে ৩ গোল হজম করায় ৩–২ গোলের হার, সমর্থকদের জন্য মেনে নেওয়া কঠিন। তবে তাই বলে একজন সমর্থক যে কাণ্ড করে বসেছিলেন, তা রীতিমতো স্তম্ভিত হয়ে যাওয়ার মতো।


ম্যাচের একদম শেষ দিকে মাঠে ঢুকে সেভিয়া গোলকিপার মার্কো দিমিত্রোভিচকে ঘুষি মেরে বসেন সেই সমর্থক। জাতিতে সার্ব এই গোলকিপার পাল্টা আক্রমণে ধরাশায়ী করেন তাঁকে। গত ২৩ ফেব্রুয়ারি ইউরোপা লিগ প্লে–অফ ফিরতি লেগের এই ঘটনায় সাজা পেয়েছেন পিএসভির ২০ বছর বয়সী সেই সমর্থক।


আইন্দহোফেনের ফিলিপস স্তাদিওনের স্টেডিয়ামে ৪০ বছর নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এমনকি স্টেডিয়ামের আশপাশে আসতে পারবেন না দুই বছর। এর সঙ্গে তিন মাস কারাদণ্ডও দেওয়া হয়েছে তাঁকে। সংবাদমাধ্যমে এই সমর্থকের নাম প্রকাশ করা হয়নি।


আইন্দহোফেনের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সেই সমর্থকের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণও নেওয়া হবে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সেই ঘটনার পর উয়েফার ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করেছে এবং তাতে আইন্দহোফেনকেও বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও