ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নামার আগে বড় ধাক্কা নরওয়ে দলে। কুঁচকিতে চোট পাওয়ায় স্পেন ও জর্জিয়ার বিপক্ষে আসছে ম্যাচে খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড।
নরওয়ে ফুটবল ফেডারেশন মঙ্গলবার হলান্ডের চোটের বিষয়টি জানায়। গত শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে বার্নলির বিপক্ষে সিটির ৬-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই তারকা, করেন হ্যাটট্রিক।