You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: প্রথম দিনে নৌকার প্রতীক পেতে আগ্রহী ১৩ জন

বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম–৮)  আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে ১৩ জন আগ্রহী প্রার্থী।  

সোমবার (২০ মার্চ) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই এসব মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক আওয়ামী লীগ নেতা।

আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন।

প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করা ১৩ প্রার্থীর মধ্যে রয়েছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।

এ তালিকায় আরও আছেন, প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন