বড়পুকুরিয়া থেকে দৈনিক ৫ হাজার টন কয়লা চায় সরকার
দিনাজপুরের বড়পকুরিয়া কয়লা খনির উৎপাদন দৈনিক ৫ হাজার মেট্রিক টনে উত্তীর্ণ করতে চায় সরকার। এজন্য খনি কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে।
সম্প্রতি জ্বালানি বিভাগ থেকে এই নির্দেশনা বাস্তবায়নে বড়পুকুরিয়া খনি কী করেছে, সে বিষয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ সূত্র বলছে, এখন দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে। বড়পুকুরিয়া খনির উৎপাদন দৈনিক ৫ হাজার টনে উন্নীত করতে হলে দৈনিক উৎপাদন বৃদ্ধি করতে হবে ৩ হাজার ৩০০ টন।বড়পুকুরিয়া খনির রেকর্ডপত্র ঘেঁটে দেখা গেছে, গত ডিসেম্বর মাসে খনিটি থেকে কয়লা তোলা হয়েছিল ৯৭ হাজার ৫৭৭ টন।