শখের আয়নার যত্ন নেবেন কীভাবে?

সমকাল প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১১:৩১

সবার ঘরেই আয়না থাকে। কারও ঘরে ড্রেসিং টেবিলে কারও আবার ঘরের অন্যত্র আয়না লাগানো থাকে। কারও আবার বাথরুমেও আয়না থাকে। ঘরের যেখানেই আয়না থাকুক না কেন আলাদাভাবে যত্ন নেওয়া প্রয়োজন। এজন্য কিছু টিপস জেনে রাখতে পারেন-


১. প্রতিদিনই আয়না মুছে পরিষ্কার রাখতে হবে। এই মোছার কাজে সুতির নরম কাপড় বা রুমাল ব্যবহার করতে পারেন। রোজ আয়না পরিষ্কার করলে সহজে সেখানে দাগছোপ ধরবে না।


২. আয়নার আশপাশে যদি পানি থাকে তাহলে সাবধান। কারণ পানির দাগ খুব বাজেভাবে আয়নার মধ্যে থেকে যায়। মূলত কাচের যেকোনও জিনিসেই পানির দাগ স্পষ্টভাবে বোঝা যায়। তাই বাথরুমে আয়না রাখলেও যেখানে পানি নেই এমন অংশে রাখলে ভালো।


৩. আয়না মোছার কাজে শুকনো নরম কাপড় ব্যবহার করতে হবে। আয়না মোছার সময় কোনও লিকুইড ব্যবহার করলেও খুব শুকনো করে সেটা মুছে নিতে হবে। নাহলে ওই তরলের দাগ আয়নায় থেকে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও