সফলতা পেতে হলে

সমকাল প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১০:০১

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কী স্বপ্ন দেখছেন, কী লক্ষ্য নির্ধারণ করছেন ও কোথায় ভর্তি হচ্ছেন– সেটার ওপর নির্ভর করে ভবিষ্যৎ ক্যারিয়ার। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই সময়ে যতটা একাগ্রচিত্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নেওয়া যাবে, ততই ভালো ফল পাওয়ার নিশ্চয়তা বেড়ে যায়। সব ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য এখন প্রধান লক্ষ্য কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে চান্সের জন্য ভর্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়া।


২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে বুয়েট, ঢাবি ও আইইউটির ভর্তি পরীক্ষায় প্রথম মেফতাউল আলম সিয়ামের মতে, ‘কেউ মেধাবী হয়ে জন্মায় না। সবার ভেতরেই মেধা সুপ্ত ও ঘুমন্ত থাকে। জীবনের লক্ষ্য স্থির করে নিজের সুপ্ত মেধাকে জাগানোর জন্য সাধনা করতে হবে। স্বপ্ন ছোঁয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সময়ের কাজ সময়েই করতে হবে। আর পাঠ্যবইয়ের বাইরেও পৃথিবীকে জানতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও