বোমাবাজ- অর্থ আত্মসাৎকারীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ২০:৫৪

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বোমাবাজি, গুলি, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, জনগণের অর্থ আত্মসাৎকারী—এরা কোনোদিন এ দেশে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ কখনও তাদের মেনে নেবে না।


তিনি বলেন, ‘জাতির পিতা যেভাবে চেয়েছিলেন সেভাবে মাথা উঁচু করে চলবো। বাংলাদেশ তার সম্মান নিয়ে চলবে। জাতির পিতার জন্মদিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। হাজার চক্রান্ত করলেও এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ‍উপলক্ষে রবিবার (১৯ মার্চ) আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও