কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স ছাড়া খুলতে পারবেন ব্যাংক হিসাব

বাংলা নিউজ ২৪ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১৮:৪৭

ঢাকা: শ্রমনির্ভর অতিক্ষুদ্র বা ভাসমান উদ্যোক্তা, প্রান্তিক পেশায় নিয়োজিত সেবা প্রদানকারীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম টাকার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া তুলে দিয়েছে ট্রেড লাইলেন্স করার বাধ্যবাধকতাও।


ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পণ্য বিক্রির ক্ষেত্রে অ্যাকাউন্টেও এ সুযোগ পাওয়া যাবে। রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ‌‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সম্পর্কি একটি সার্কুলার জারি করেছে। এ হিসাবের নাম রাখা হয়েছে ‘ব্যক্তিক রিটেইল হিসাব। সার্কুলারে বলা হয়,  শ্রম নির্ভর অতিক্ষুদ্র ও ভাসমান উদ্যোক্তা, বিভিন্ন প্রান্তিক পেশায় নিয়োজিত সেবা প্রদানকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব তৈরি বা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত পণ্য বিক্রেতা ও সেবা প্রদানকারীদের ব্যাংকিং সেবার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে আনতে ব্যক্তিক রিটেইল হিসাবের বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাব বলে বিবেচনা করতে বলা হয়েছে। এ হিসাবে কোনো ধরনের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও