শোক করমু নাকি মামলা করমু-'বন্দুকযুদ্ধে’ নিহত বৃদ্ধের পুত্রবধূর প্রশ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবুল কাশেম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছেন। হত্যা মামলার আসামি গ্রেপ্তারে র্যাবের অভিযানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এই ঘটনার পর আবার অভিযান চালিয়ে ২ কিশোরসহ ২০ জনকে আটক করে র্যাব। তাদের মধ্যে ১৫ জনকে ১৮ ঘণ্টা হেফাজতে রাখার পর শনিবার সন্ধ্যায় ছাড়ে র্যাব।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁ এলাকায় এই ঘটনার পর থেকে উৎকণ্ঠায় আছেন গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা। র্যাব হেফাজত থেকে ছাড়া পাওয়া ব্যক্তি ও স্বজনরা রোববার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'র্যাবের ওপর হামলায় তারা জড়িত নন৷ গ্রামে ডাকাত পড়েছে শুনে ঘর থেকে বেরিয়ে আসেন৷ ওই সময় গুলি চলে৷ এর প্রায় দেড় ঘণ্টা পর র্যাব এসে বিনা কারণে তাদেরকে ধরে নিয়ে যায়৷'