এবারও গরমে ভোগাবে লোডশেডিং
গ্রীষ্ম আসতে কিছুদিন বাকি থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে সমান তালে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। দেশে এখন গড়ে বিদ্যুতের চাহিদা ১০ থেকে ১২ হাজার মেগাওয়াট। কিন্তু আসন্ন রমজানে এবং সেচ মৌসুমে এ চাহিদা ১৬ হাজার মেগাওয়াটে দাঁড়াবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি সামাল দিতে লোডশেডিংয়ের পরিকল্পনা করছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে এখন মোট বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১৫৪টি। এসব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৬ হাজার ৭০০ মেগাওয়াট। তবে প্রতিদিন এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয় না। গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।