কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভয়াশ্রমের ভীতি

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০২:৩০

বরগুনা জেলার তালতলীতে নির্মিত ৩০৭ মেগাওয়াট উৎপাদনসক্ষম একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য উন্মুক্ত জাহাজে করিয়া কয়লা পরিবহনের যেই সচিত্র প্রতিবেদন শনিবারের সমকালে প্রকাশ হইয়াছে, উহা আমাদের বিশেষভাবে উদ্বিগ্ন না করিয়া পারে না। স্বীকার করিতে হইবে, ঐ অঞ্চলে প্রবাহিত পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী যেইভাবে দূষণের শিকার হইতেছে, সমগ্র দেশের প্রেক্ষাপটে উহা নূতন নহে।


আমরা দেখিয়াছি, কীভাবে তরল, কঠিন ও বায়বীয় দূষণে দেশের বিভিন্ন নদনদী জেরবার হইয়া পড়িয়াছে। কিন্তু অন্যান্য অঞ্চলের সহিত আলোচ্য দূষণ পরিস্থিতি তুলনা করিবার অবকাশ নাই এই কারণে যে, উহার নিকটেই রহিয়াছে আন্ধারমানিক ইলিশ অভয়াশ্রম। দেশের বিভিন্ন অঞ্চলে ঘোষিত ছয়টি ইলিশ অভয়াশ্রমের অন্যতম এই প্রতিবেশগত স্পর্শকাতর অঞ্চলের নিকটবর্তী অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র স্থাপন লইয়া বহু দিন ধরিয়াই পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করিয়া আসিতেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও