![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x845033%2Fuploads%2Fmedia%2F2023%2F03%2F18%2F336223396_528679839417895_7853401856623174454_n-5e35e985fe56922a7ab1bdd38f1e8324.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F03%252F09%252FGPI-6_1200X80-eeff113fa1c8e3f99845289343834f24.png)
ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ১৮:২১
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। শনিবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে স্বাগতিক দল।
পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ দলের হয়ে দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন খেলতে পারেননি। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তারা।