 
                    
                    রাজধানীর মগবাজারে আগুন
রাজধানীর মগবাজারে একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
পরবর্তীতে আনুমানিক দুপুর আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়।প্রাথমিক তদন্তের উদ্ধিৃতি দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা জানান, এ ভবনের নবম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে এর ভিতরে থাকা ছালার বস্তা ও কাগজের কার্টুন থেকে এ আগুনের সূত্রপাত হয় এবং আশেপাশের চারদিকে ছড়িয়ে পড়ে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগুন
- বাজারে আগুন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                