![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/02/17/government-logo_2.jpg?itok=0076SOg5×tamp=1645113054)
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ: হাইকোর্টের আদেশের পরও তদন্ত শুরু হয়নি
ডেইলি স্টার
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ১৫:৩৯
দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির মালিকানাধীন আবাসন সম্পদ কেনার বিষয়ে তদন্ত করতে গত ১৫ জানুয়ারি হাইকোর্ট এক আদেশ দিলেও তদন্তকারী সংস্থাগুলো এখনও কোনো কাজ শুরু করেনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ (সি৪এডিসি) গত বছরের মে মাসে তাদের গবেষণা প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলোতে মূলত পাচার করা অর্থ দিয়ে আবাসন সম্পদ কেনার বিষয়টি তুলে ধরলে এটা সামনে আসে।
তথ্য লুকিয়ে ৪৫৯ জন বাংলাদেশি দুবাইয়ে মোট ৯৭২টি আবাসন সম্পদের মালিক হয়েছেন। এজন্য তারা ব্যয় করেছেন ৩১৫ মিলিয়ন ডলার।