কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনা–পানামা ম্যাচের টিকিট চায় ১৫ লাখ মানুষ

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ পানামার বিপক্ষে। এ ম্যাচ মাঠে বসে দেখতে অনলাইনে টিকিট কিনতে চেয়েছেন ১৫ লাখ ৫০ হাজার মানুষ।

আর ম্যাচটি কাভার করতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক। তবে যে মাঠে খেলা হবে, বুয়েনেস এইরেসের সেই মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮৩ হাজার।

রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বকাপজয়ী লিওনেল মেসিদের প্রথম ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (প্রায় সাড়ে ৬ হাজার টাকা), সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা)।

আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেও এ দামে টিকিট বিক্রির চাহিদা ছিল তুঙ্গে। অনলাইনে টিকিট কাটার সারিতে অপেক্ষমাণ ছিলেন ১৫ লাখ ৫০ হাজার মানুষ।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনা-পানামা ম্যাচটি কাভার করতে সংবাদমাধ্যমের আগ্রহও স্মরণকালের সর্বোচ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন