You have reached your daily news limit

Please log in to continue


সায়েন্সল্যাবে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম জহুর আলী (৫৬)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জহুর আলীর শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, নিহতের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চরন্দাদিয়া গ্রামে। সে মৃত মোকাদ্দাস মণ্ডলের সন্তান।

উল্লেখ্য, গত ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবে তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। সাথে সাথে ওই ভবনে আগুন ধরে যায়। এতে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন