সুযোগ ১ ভাগ থাকলেও রিয়ালকে হারানোর চেষ্টা করবে লিভারপুল
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের রিয়ালভাগ্য মোটেও স্বস্তিদায়ক নয়। অতীত আর বর্তমান তাই বলে। ফাইনালসহ কোয়ার্টার ফাইনালে নিকট অতীতে এই প্রতিপক্ষের কাছেই নাস্তানাবুদ হতে হয়েছে। সর্বশেষ শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় আসন্ন। গত ফেব্রুয়ারিতে ওই ফলাফলের পর অল রেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ মন্তব্য করেছিলেন, কোয়ার্টার ফাইনাল যাওয়ার সম্ভাবনা তাদের নেই।
কিন্তু বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের আগে অভিজ্ঞ কোচ জানিয়েছেন, সুযোগ ১ ভাগও থাকলে সর্বোচ্চটা নিংড়ে রিয়ালকে হারাতে চান তারা।অ্যানফিল্ডে ৫-২ গোলে হেরে যাওয়ার পর ইতিহাসও তাদের হয়ে কথা বলছে না। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে তিন গোলের ব্যবধানে হারা দলের পরের রাউন্ডে বাথা পার হওয়ার নজির নেই। তার ওপর ১৪ বারের রেকর্ড চ্যাম্পিয়ন মাদ্রিদ এই ইউরোপিয়ান প্রতিযোগিতায় কামব্যাক কিং বলে পরিচিত।