ক্লাস চলাকালীন ধোসা বানিয়ে পরিবেশন, ছাত্রের রান্না খেয়ে মুগ্ধ অধ্যাপকও!
eisamay.com
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১১:৩৩
দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে ধোসা খুবই জনপ্রিয়। তবে ধোসা বানানো কিন্তু খুব একটা সহজ নয়। আগে থেকে যেমন প্রয়োজন চাল ডাল ভেজানো, তেমনই বিশেষ কায়দায় চাটু থেকে তোলার কায়দাও রয়েছে। সবমিলিয়ে সঠিক কৌশল না জানলে চটজলতি ধোসা বানানো চারটিখানি কথা নয়। আর সেই ধোসা ক্লাস করতে করতেই আনায়াসে বানিয়েছেন এক ছাত্র। শুধু সহপাঠীদের নয়, থালায় সাজিয়ে দিয়েছেন শিক্ষকেও। নেটদুনিয়ায় সেই ভিডিয়োই সম্প্রতি সকলের মন জয় করে নিয়েছে।
pranavpannala নামে এক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা গিয়েছে, এক ছাত্র ক্লাস চলাকালীন ধোসা বানাচ্ছেন। যা তাঁর সহপাঠীরা বেশ আয়েশ করে উপভোগ করছেন। তবে শুধু বন্ধুরাই নয়, শিক্ষককেও সেই ছাত্র থালায় সাজিয়ে ধোসা খেতে দেন। আর সেই ছাত্রেই রান্নার গুণ খোদ শিক্ষকই ক্যামেরাবন্দি করেছেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ভারতীয় খাবার