বাজারে আসছে ইনাবটের পাহারাদার রোবট

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ১১:১৭

সিসি ক্যামেরা দিয়ে অনেকেই ঘরবাড়ি পাহারা দেন। কিন্তু অনেক সময় বাড়ির সব ঘরে যেমন ক্যামেরা লাগানো সম্ভব হয় না, সব জায়গা আবার ভালোভাবে দেখাও যায় না। এসব সমস্যার সমাধান দিতে বাজারে আসছে ইনাবটের তৈরি ইবো এক্স মডেলের রোবট।


এইচডি ক্যামেরাযুক্ত গোলাকার রোবটটি মুখের কথার পাশাপাশি ফোনের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়। ফলে দূর থেকে রোবটটিকে এক রুম থেকে অন্য রুমে পাঠিয়ে সেই রুমের দৃশ্য দেখা সম্ভব। শুধু তাই নয়, কাজের ধরন নির্বাচন করে দিলে নিজ থেকেই ঘরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও করতে পারে চাকাযুক্ত রোবটটি। ফলে দূর থেকে সহজেই ঘর পাহারা দেওয়া সম্ভব। মে মাসে বাজারে আসবে রোবটটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও