You have reached your daily news limit

Please log in to continue


ক্রিকেটারদের চাওয়া বেশি বোনাস, বোর্ড সভাপতির আশ্বাস, ‘আমরা দেখব’

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইওয়াশ করার অভাবনীয় সাফল্যের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে বাড়তি বোনাস চেয়েছেন ক্রিকেটাররা। বোর্ড প্রধানও জানিয়ে দিলেন, ক্রিকেটারদের দাবি পূরণ করা হবে। দলীয় সাফল্যের জন্য নিয়মিত বোনাসের পাশাপাশি এই সিরিজে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের আলাদা করে পুরষ্কৃত করবে বোর্ড। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ধুঁকতে ধুঁকতে এগোতে থাকা বাংলাদেশ এই সিরিজে চমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকেই। শুধু সিরিজই হারায়নি তারা, মঙ্গলবার শেষ ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করেছে তারা। 

তিন সংস্করণ মিলিয়ে একমাত্র ইংল্যান্ডের সঙ্গেই আগে কখনও সিরিজ জয় ছিল না বাংলাদেশের। এবার সেই স্বাদ পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বললেন, প্রথম সাফল্যের উপহার দলকে দেওয়া হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন