নাক চেপে হাঁটছেন প্যারিসবাসী
এক সপ্তাহ ধরে বর্জ সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে প্যারিসের বিশাল এলাকার রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা স্তূপ। ফ্রান্সের রাজধানী জমা হয়েছে কয়েক হাজার টন বর্জ্য।ফ্রেঞ্চ রেডিওর কাছে প্যারিসের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই নোংরা-আবর্জনা ইঁদুর ও তেলাপোকাকে আকৃষ্ট করছে।
ম্যাক্রোঁ সরকারের পেনশনের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। প্যারিস ছাড়াও নান্তেন, রেনস ও লে হাবরেও এই ধর্মঘটের প্রভাব পড়ছে।এক সপ্তাহ আগে আবর্জনা সংগ্রহকারীরা পেনশন ধর্মঘটে যোগ দেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অবস্থান ধর্মঘট
- ধর্মঘট