ত্রিদেশীয় মহাসড়কে যুক্ত হতে চায় বাংলাদেশ
ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্তি বাড়াতে ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিদেশীয় মহাসড়কে যুক্ত হতে চায় বাংলাদেশ। এই মহাসড়কে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আপত্তি নেই ভারত-থাইল্যান্ডের।
তবে মিয়ানমার বিষয়টি কীভাবে নেয় সেটি দেখার বিষয়। মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের তৃতীয় সভা ‘ফরেন অফিস কনসালটেশন’ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।