You have reached your daily news limit

Please log in to continue


নেপালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রাম চন্দ্র পাউদেল

নেপালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রাম চন্দ্র পাউদেল। বৃহস্পতিবার (৯ মার্চ) পার্লামেন্টের ভোটে নেপালি কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা পাউদেল প্রেসিডেন্ট নির্বাচিত হন। সোমবার (১২ মার্চ) প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হরি কৃষ্ণ কার্কি পাউদেলকে শপথবাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, জাতীয় পরিষদের চেয়ারম্যান গণেশ প্রসাদ তিমিলসিনা ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাউদেলের বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন প্রচণ্ডের জোটের প্রধান শরিক দল কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্টের (ইউএমএল) সুবাস চন্দ্র নেমওয়াং। ৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে পাউদেল পান ৩৩ হাজার ৮০২ ভোট। অন্যদিকে, নেমওয়াং পান ১৫ হাজার ৫১৮ ভোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন