![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x845033%2Fuploads%2Fmedia%2F2023%2F03%2F13%2Fasca-6cfddbb5b9bc2be12eaa4b293dd67d23.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F03%252F09%252FGPI-6_1200X80-eeff113fa1c8e3f99845289343834f24.png)
রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিত করার দাবি মস্কোর
রাশিয়ার বেলগোরোড শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে আঞ্চলিক সরকার। ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, প্রশাসনিক কেন্দ্র বেলগোরোডে সোমবার চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী। হামলায় অন্তত একজন আহত হয়েছেন।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ‘একজন আহত হওয়ার পাশাপাশি দুটি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ক্ষেপণাস্ত্রগুলো কারা ছুড়েছেন তা তিনি জানাতে পারেন নি। তবে আগে একই ধরনের হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছিলেন তিনি।ইউক্রেন অবশ্য প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তর বা ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না।বেলগোরোড ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী শহর। এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের শুরুর পর বেশ কয়েকবার হামলার মুখে পরেছে শহরটি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষেপণাস্ত্র
- ভূপাতিত