![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/03/13/social/1678679620.D5.jpg)
তালায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে আব্দুল কাদের সরদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) বিকেল ৫টায় তালা উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, জাতপুর গ্রামের রাজু সরদার (২০) ও তার আত্মীয় ইমরান হোসেন (২৮)। নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, চাচা খোদাবক্স সরদারের সঙ্গে আব্দুল কাদেরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।