‘আরও বেশি গোল পেতে পারতো বাংলাদেশ’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ২০:৫৯
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এএইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আকলিমা খাতুন ও স্বপ্না রানী জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন। তবে যেভাবে বাংলাদেশ আক্রমণ করে খেলেছে, তাতে গোল আরও বেশি হতে পারতো বলে মনে করছেন দলটির অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটন।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ৪-০ গোলে ম্যাচ জিতলেও পুরোপুরি তৃপ্ত নন স্বাগতিকদের কোচ ছোটন। তার উপলব্ধি, হাঁটুর লিগামেন্টের চোটে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক শামসুন্নাহার থাকলে প্রত্যাশিত গোল পেতো দল।