You have reached your daily news limit

Please log in to continue


প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এরদোয়ানের

তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১০ মার্চ) দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।

এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের বেছে নিতে আমাদের জাতি আগামী ১৪ মে ভোট দেবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর বক্তৃতা দেন তিনি।

২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ছিলেন। তারপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট।

নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কামাল কিলিকডারোগলু। আসন্ন নির্বাচনে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিরোধী দলগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন