ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের নাহাল ওজ এলাকায় ওই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজা নগরী থেকে ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে গাজার দখল নিতে সেখানে বড় ধরনের স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।
সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে গাজা থেকে নাহাল ওজ এলাকার দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং এর ফলাফল যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার বিষয়ে দায় স্বীকার করেনি।