আর্জেন্টিনা দল ঢাকায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ মার্চ ২০২৩, ১০:৩১

আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির জনকের নামে আয়োজিত টুর্নামেন্টের তৃতীয় আসরে প্রথমবারের মতো অংশ নিতে আর্জেন্টিনা দল আজ শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকায় এসেছে।২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে, অংশ নিচ্ছে ১২টি দেশ।


স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল,  ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে,  ইরাক,  কেনিয়া,  ইংল্যান্ড ও পোল্যান্ড খেলবে। এর মধ্যে এবারই প্রথম অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও