You have reached your daily news limit

Please log in to continue


ওয়ান প্লাস ১১ নিয়ে এলো ৫জি মোবাইল

অ্যাপল, স্যামসাংয়ের পর স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডের নাম উচ্চারিত হয়, তা হলো ওয়ান প্লাস। লুক থেকে স্পেসিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর—সবকিছুতেই বাঘা বাঘা টেক প্রতিষ্ঠানকে কাত দিয়ে এসেছে চীনের এই মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ওয়ান প্লাস ১১ ৫জি বাজারে এনেছে তারা।

ওয়ান প্লাস ১১ ৫জি ফোনটিতে আছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর এবং ৬ দশমিক ৭ ইঞ্চি এলটিপিও, ৩ দশমিক শূন্য অ্যামোলেড ডিসপ্লে। এটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এতে আছে অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিন ও ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ান প্লাসের এই সবশেষ ফ্ল্যাগশিপ মডেলটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৪ দশমিক শূন্য স্টোরেজসহ পাওয়া যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন