ল্যাপটপ কেনার সময় ভ্রমণকারীদের নির্দিষ্ট কিছু চাহিদা থাকে। বিশেষ করে তারা যদি দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ করেন। হতে পারে আপনি ৩ মাসের ট্রিপে বাড়ি ছেড়েছেন কিংবা একজন ডিজিটাল যাযাবর।
আপনি যে ধরনের ভ্রমণকারীই হোন না কেন, আপনার সে ক্ষেত্রে এমন একটি ল্যাপটপ দরকার হবে যেটি পাতলা, চিকন এবং হালকা ওজনের। যাতে করে আপনি খুব সহজেই পরিবহন করতে পারেন।
তবে ব্যাটারি লাইফ, র্যাম এবং স্টোরেজও কিছু পেশাদার ভ্রমণকারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।