কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাথা ঘোরাও একটা রোগ

দেশ রূপান্তর প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ১৭:২০

অনেকেরই হঠাৎ হঠাৎ মাথা ঘোরে। অথচ গুরুত্ব দেন না। অথবা বুঝতেই পারেন না এটা যে একটা রোগ বা রোগের লক্ষণ। এরকম হঠাৎ হঠাৎ মাথা ঘোরার কারণে কেউ পড়ে যেতে পারেন, দুর্ঘটনাও ঘটতে পারে। তাই কোনোভাবেই অবহেলা করা যাবে না। অনেক কারণে মাথা ঘুরতে পারে। বিশেষ করে কানের ভেতর ভেস্টিবুলোককলিয়ার নামক স্নায়ুতে সমস্যার কারণে মূলত মাথা ঘোরে।


লক্ষণ : অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অন্তঃকর্ণের রক্তনালির অস্বাভাবিকতা, অন্তঃকর্ণের প্রদাহ, মেনিয়ারস রোগ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা, অনেক উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরে। এ ছাড়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, মাথার পেছন দিকে ও ঘাড়ের রক্তনালিতে বাধা বা রক্ত সরবরাহে ত্রুটি, মস্তিষ্কের নিচের দিকে টিউমার, মাল্টিপল সোরসিস রোগ, ভাইরাসজনিত ভেস্টিবুলার নিউরাইটিস, মধ্যবয়সীদের মিনিয়ার্স রোগ, আঘাতের কারণে পেট্রাস হাড়ের ক্ষতি ইত্যাদি কারণেও মাথা ঘুরতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও